৩১ দফা দেশের মানুষকে বাঁচানোর রূপরেখা: কোম্পানীগঞ্জে আব্দুল হাকিম চৌধুরী
Post Top Ad

৩১ দফা দেশের মানুষকে বাঁচানোর রূপরেখা: কোম্পানীগঞ্জে আব্দুল হাকিম চৌধুরী

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১২/১০/২০২৫ ২১:২২:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, “আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের রূপরেখা। এই রূপরেখার মূল লক্ষ্য গণতন্ত্রের সুরক্ষা, শিক্ষা ব্যবস্থার সংস্কার, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, মানবাধিকার সংরক্ষণ, দুর্নীতি প্রতিরোধ, কৃষির টেকসই উন্নয়ন এবং বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন।”

তিনি আরও বলেন, “দেশ ও রাষ্ট্রের আমূল পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হিসেবে এই ৩১ দফা একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশের মানুষকে বাঁচানোর রূপরেখা।”

রবিবার (১২ অক্টোবর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত লিফলেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ৭নং ওয়ার্ডের সহসভাপতি আলমাছ আহমদের সভাপতিত্বে এবং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আলীর পরিচালনায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুল আলম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন তালুকদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার খাঁ, মঞ্জু আহমদ, আনসার উদ্দিন জিলানী, আবু তাহের মোমিন প্রমুখ।

সভা শেষে স্থানীয় নেতাকর্মীরা জনসাধারণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad