দিরাইয়ে পূর্ব নির্ধারিত স্থানে টেকনিক্যাল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
Post Top Ad

দিরাইয়ে পূর্ব নির্ধারিত স্থানে টেকনিক্যাল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি,দিরাই

০৯/১০/২০২৫ ০০:১৩:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পূর্ব নির্ধারিত স্থানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সুনামগঞ্জের দিরাইয়ের সুশীল সমাজ। বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দিরাই উপজেলা নাগরিক সমাজের ব্যানারে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, প্রয়াত বাউল সম্রাট শাহ আব্দুল করিম–এর গ্রামের বাড়ির পাশে ধল রোডে প্রতিষ্ঠানটি স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করা হলেও একটি প্রভাবশালী মহল সেটি অন্যত্র স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কাগজপত্রও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন দিরাই উপজেলা খেলাফত মজলিশের সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ধানের শীষের সম্ভাব্য সংসদ প্রার্থী অশোক কুমার তালুকদার।

এছাড়াও বক্তব্য রাখেন— দিরাই পৌর বিএনপির সদস্য কয়ছর ইসলাম, দিরাই উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এম আশরাফ আলী, বিএনপি নেতা আবুল খয়ের, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদুর মিয়া, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি জিয়াউল ইসলাম ভূট্রো, ছাত্রনেতা হাবিব আহমেদ, দিরাই সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহিত হাসান প্রমুখ।

বক্তারা বলেন, ২০২২ সালে সরকারিভাবে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জন্য নির্ধারিত ধল রোডের স্থান পরিবর্তনের চেষ্টা দিরাই পৌরসভার জনগণের দাবি উপেক্ষা করার শামিল। তারা অবিলম্বে পূর্ব নির্ধারিত স্থানে প্রতিষ্ঠানটি স্থাপনের জোর দাবি জানান।

পরে বক্তারা সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াছ মিয়া–এর মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad