জগন্নাথপুরে নিখোঁজের ৫ দিন পর জেলের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদীতে বরশী দিয়ে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের বিরু দাশের ছেলে মৎস্যজীবি বিপ্লব দাশ (৩৫) নামে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের নিকটে কুশিয়ারা নদীতে নিখোঁজ বিপ্লব দাশের মরদেহ ভেসে উঠে, এসময় স্থানীয়রা দেখে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রানীগঞ্জ বাজার খেয়াঘাট সংলগ্ন কুশিয়ারা নদীতে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে ঐ মৎস্যজীবি নিখোঁজ হয়। নিখোঁজের পড় কুশিয়ারা নদীতে খোঁজে মরদেহ পাওয়া যায়নি।
নিহত বিপ্লব দাশের পিতা বিরু দাশ বলেন, আমার ছেলে প্রতিদিনের মতো কুশিয়ারা নদীতে বরশী দিয়ে মাছ শিকার করছিলো, হাঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়, এই সময় নৌকা থেকে নদীতে পড়ে আমার ছেলে নিখোঁজ হয়। অনেক খোঁজে পাইনি, গত রাতে বাগময়না গ্রামের কাছে কুশিয়ারা নদীতে আমার ছেলের লাশ ভেসে উঠে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ ভূইয়া বলেন, কুশিয়ারা নদীতে পড়ে নিখোঁজ বিপ্লব দাশের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিহত বিপ্লব দাশের পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ আর হীরা

মন্তব্য করুন: