কোম্পানীগঞ্জে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
Post Top Ad

কোম্পানীগঞ্জে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৪/১০/২০২৫ ১৬:২০:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ আন্দোলন শুরু করেন। তিনি বুঝতেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে পরিবেশবান্ধব নীতি প্রয়োজন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর আমলে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে শক্তিশালী করেন এবং বিভিন্ন অঞ্চলে সামাজিক বনায়ন প্রকল্প চালু করেন। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করে চলেছেন। গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি একটি ইমানি ও মানবিক দায়িত্ব। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাণ-প্রকৃতির সহাবস্থান এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে বৃক্ষরোপণ অপরিহার্য। বিএনপি বিশ্বাস করে উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট নয়, বরং মানুষ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা। একটি সবুজ বাংলাদেশই টেকসই উন্নয়নের ভিত্তি।


মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার এম. সাইফুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার মানুষ বছরের পর বছর উন্নয়ন বঞ্চিত। অথচ এই তিন উপজেলা প্রাকৃতিক সম্পদ, পর্যটন সম্ভাবনা ও মানবসম্পদে সমৃদ্ধ। সঠিক পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছা থাকলে এ অঞ্চল সিলেট তথা বাংলাদেশের অন্যতম উন্নয়ন কেন্দ্র হতে পারে। আমরা এই অঞ্চলের জন্য একটি টেকসই উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছি। এর মধ্যে রয়েছে—প্রাকৃতিক সম্পদকে যথাযথ ভাবে কাজে লাগানো, টেকসই সড়ক ও সেতু নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে নতুন প্রকল্প, সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ, এবং পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি। এই এলাকা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। পর্যটনবান্ধব অবকাঠামো ও বিনিয়োগের মাধ্যমে এখানেই গড়ে তোলা যাবে দেশের অন্যতম অর্থনৈতিক করিডোর। আমরা চাই এই অঞ্চল থেকে যেন নতুন প্রজন্ম কাজের সুযোগ ও উন্নত জীবনের নিশ্চয়তা পায়। বিএনপি বিশ্বাস করে, উন্নয়ন মানে বৈষম্য নয়—সবার জন্য সমান সুযোগ। তাই সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের উন্নয়ন হবে অংশগ্রহণমূলক ও জনগণের মতামতের ভিত্তিতে। অবহেলিত এই অঞ্চলকে নতুন সম্ভাবনার দারকে উন্মোচিত করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধাবের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।


সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আল-আমিন সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর আলী, বশির মেম্বার, সাধারণ সম্পাদক আলী আকবর, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুর্শেদ আলম, সিনিয়র সদস্য জুয়েল আহমদ, উপজেলা বিএনপির সাংগঠিনক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, বিএনপি নেতা আসাদুল হক আসাদ, শিল্প ও বানিজ্য সম্পাদক উসমান খাঁ, উপজেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন আরিফ, উপজেলা বিএনপির মানবাধিকার সম্পাদক ওমর ফারুক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা,  উপজেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক, কোম্পানীগঞ্জ ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান শুভ, স্বেচ্ছাসেবকদল নেতা পলাশ চৌধুরী পশ্চিম ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ প্রমুখ।


 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad