সুনামগঞ্জের তরুণীকে ভারত পাচারের চেষ্টা, র‍‍্যাবের অভিযানে উদ্ধার
Post Top Ad

প্রেমের প্রলোভন

সুনামগঞ্জের তরুণীকে ভারত পাচারের চেষ্টা, র‍‍্যাবের অভিযানে উদ্ধার

লতিফুর রহমান রাজু. নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

১৪/১০/২০২৫ ২৩:১৬:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের প্রলোভন দেখিয়ে ভারত পাচারের চেষ্টার শিকার হন সুনামগঞ্জের এক তরুণী। তবে দ্রুত তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করেছে র‌্যাব-৯, সিলেট। পাচারের সঙ্গে জড়িত ভারতের আসামের রেজাউল করিম নামের এক ব্যক্তিকে শনাক্ত করা হলেও সে পলাতক রয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার ২০ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় আসামের রেজাউল করিমের। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে রেজাউল করিম মিথ্যা বিয়ের আশ্বাস দিয়ে ১৩ অক্টোবর তরুণীকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যান।

তরুণী নিখোঁজ হওয়ার পর তার বড় ভাই সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে র‌্যাব-৯ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। ১৪ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার একটি হোটেল—“থ্রি স্টার আবাসিক” এর ৫০৭ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ জানায়, রেজাউল করিম হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করতেন এবং তাকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে নিয়ে যাওয়ার প্রলোভন দেন। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব-৯ এর এক কর্মকর্তা বলেন, “রেজাউল করিম একটি আন্তর্জাতিক মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।”

এই ঘটনায় আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত ব্যক্তির প্রলোভনে প্রতারিত হওয়ার ঝুঁকির বিষয়টি সামনে এলো। র‌্যাব সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad