মাধবপুরে মৃতদের দাফনে বাধার মুখে বেদে সম্প্রদায়!
Post Top Ad

অধিকার বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী

মাধবপুরে মৃতদের দাফনে বাধার মুখে বেদে সম্প্রদায়!

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৪/১০/২০২৫ ২৩:৩৩:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার আলাকপুর এলাকায় বসবাসরত কয়েক শ’ বেদে সম্প্রদায়ের মানুষ এবার তাদের মৃতদের দাফন করতে গিয়ে চরম বাধার মুখে পড়েছেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা কবরস্থানে তাদের প্রবেশে আপত্তি জানানোয় এই সম্প্রদায়ের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার আলাকপুরে প্রায় দুই থেকে আড়াই শ’ বেদে পরিবারের পাঁচ শতাধিক সদস্য দীর্ঘদিন ধরে বসবাস করছেন। মুসলিম ধর্মাবলম্বী এই বেদেরা আগে পৌর এলাকার বিভিন্ন স্থানে তাদের মৃতদের দাফন করতেন। কিন্তু স্থানীয়দের বাধার কারণে এক সময় তারা বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় লাশ দাফন শুরু করেন। সম্প্রতি ওই স্থান থেকেও নিষেধাজ্ঞা আসার পর তারা আলিনগর মাদরাসার কবরস্থানে দাফন শুরু করলেও সেখান থেকেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেদে সম্প্রদায়ের নারীরা বেপর্দাভাবে চলাফেরা করেন এবং কবরস্থানে তাদের অবাধ যাতায়াত শালীনতার পরিপন্থী। এছাড়া তাদের সংখ্যা দিন দিন বাড়ছে—এই যুক্তিতেও আপত্তি জানানো হচ্ছে।


বেদে সম্প্রদায়ের সরদার নুরুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন, "আমরা অনেক কষ্টে আছি। জন্ম নিবন্ধনের সমস্যার কিছুটা সমাধান হয়েছে, কিন্তু কবরস্থানের কোনো ব্যবস্থা নেই। সরকারিভাবে যদি একটি গোরস্থান করে দেওয়া হতো, আমাদের অনেক উপকার হতো।"


মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি হাবিবুর রহমান নুরুল এই ঘটনাকে সরাসরি মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, "মুসলিম হয়েও তারা ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নিজেদের কবরস্থান না থাকায় বেদে পরিবারগুলো চরম দুর্ভোগে রয়েছে। উপজেলা প্রশাসনের উচিত বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখা।"


এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জাহিদ বিন কাসেম বলেন, "বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। পৌর নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য। তাদের সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে আমরা কাজ করছি।"


মৃতদের দাফনে এমন বাধা বেদে সম্প্রদায়ের মধ্যে গভীর হতাশা তৈরি করেছে এবং সমাজের এই প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি উঠেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad