৪ দিনের সফরে সোমবার সিলেট ও সুনামগঞ্জ আসছেন শিশির মনির

সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও আগামী নির্বাচনে সুনামগঞ্জ- ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিষ্টার শিশির মনির ৪ দিনের এক সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন সোমবার। তিনি ১৩ অক্টোবর সোমবার সিলেট হয়ে রাত সাড়ে ৭ টায় দিরাই পৌর এলাকার নাগরিকদের সাথে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হবেন। পরদিন ১৪ অক্টোবর (মঙ্গলবার) তিনি দিরাই জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় যোহরের নামাজ আদায় শেষে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মতবিনিময় সভায় মিলিত হবেন। ১৫ অক্টোবর (বুধবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মতবিনিময় এবং একইদিন সন্ধ্যা ৬.৩০টাঃ দিরাই পৌর শহরের রাধানগর গ্রামবাসীর সাথে মতবিনিময় করবেন।
তিনি ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় সিলেট এমসি কলেজের নবীণ বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে অংশগ্রহণ এবং বিকেল ৪টায় সিলেটস্হ দিরাই শাল্লাবাসীদের সাথে মতবিনিময় শেষে রাত ১০ টায় ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
এ রহমান

মন্তব্য করুন: