বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সম্মেলন
Post Top Ad

সভাপতি আবেদ আলী,সম্পাদক নিসার আহমেদ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, যুক্তরাজ্য

০১/০৯/২০২৫ ১৮:০৭:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সম্মেলন (কাউন্সিল ) রোববার (৩১ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের একটি হলরুমে অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন কমরেড আবেদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন কমরেড নিসার আহমেদ। কাউন্সিলের আগে আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা কমরেড শাহ আলম।  দুপুর ২ টায় জাতীয় সংগীতের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধনী পর্বে জাতীয় পতাকা উত্তোলন করেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক ডাক্তার রফিকুল হাসান খান জিন্নাহ এবং পার্টির পতাকা উত্তোলন করেন পার্টির সভাপতি কমরেড আবেদ আলী আবিদ। এরপর অনুষ্ঠিত হয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন।


সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম তার বক্তব্যে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন রাজনৈতিক অঙ্গনে লুটেরা গোষ্ঠীর দাপট চলছে। এজন্য ক্ষমতার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এই পরিবর্তনের জন্য প্রয়োজন ব্যবস্থা বদলের। তিনি বলেন কমিউনিস্ট পার্টি ও বামপন্থীরা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ গড়ে মানুষের মর্যাদা নিশ্চিত করবে।


তিনি মুক্তিযুদ্ধের উপর আক্রমণ রূখতে এবং দেশের গণতান্ত্রিক লড়াইকে এগিয়ে নিতে বাম গণতান্ত্রিক শক্তিকে জোরদার গণ সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন বৈষম্য নিরসনে বাংলাদেশের মানুষ লড়াই করেছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে একদিকে আমেরিকার সাথে নানান গোপন চুক্তি করছে অন্যদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তিনি এই ‌আশু সংকট উত্তরণে অবিলম্বে নির্বাচন দিয়ে  নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেয়ার আহ্বান জানান।‌


দীর্ঘ সময় ধরে চলা কাউন্সিল অধিবেশনে পার্টি কমরেডরা পার্টির ত্রয়োদশ কংগ্রেসের রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তাবনা এবং যুক্তরাজ্য কমিটির সাধারণ সম্পাদকের সম্পাদকের রিপোর্ট ও অর্থ রিপোর্টের উপর আলোচনায় অংশ নেন। এছাড়াও কাউন্সিল অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন পার্টির যুক্তরাজ্য কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ইফতেখারুল হক পপলু ও সাধারণ সম্পাদকের সম্পাদকের রিপোর্ট পেশ করেন কমরেড নিসার আহমেদ। কাউন্সিল অধিবেশনে বিভিন্ন রিপোর্টের উপর আলোচনায় অংশ নেয়ার পাশাপাশি কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন ডাক্তার রফিকুল হাসান খান জিন্নাহ, ডলি ইসলাম ,আবেদ আলী আবিদ, হারুনুর রশিদ, জলি রশিদ, ডা সেলিম ভূঁইয়া, গোপাল দাস, লিটন মল্লিক, শেখ নুরুল ইসলাম, আহমেদ আলী দুলাল, জুবের আক্তার সোহেল, মুশফিকুর নুর  মস, শাহরিয়ার বিন আলী, রিয়াজ মাহমুদ, নওশাদ আহমেদ, নবীনা নওশাদ শ্রাবণী প্রমুখ। কাউন্সিলে সাধারণ সম্পাদকের রিপোর্ট, অর্থ রিপোর্ট ও শোক প্রস্তাব সর্বসম্মতক্রমে গৃহীত হয়। এরপর নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক কমরেড ডাক্তার রফিকুল হাসান খান জিন্নাহ। 


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad