যুক্তরাজ্যের বার্মিংহামে এম এ মালিকের সমর্থনে জনসভা
Post Top Ad

যুক্তরাজ্যের বার্মিংহামে এম এ মালিকের সমর্থনে জনসভা

কায়ছারুল ইসলাম সুমন, যুক্তরাজ্য

১৬/০৯/২০২৫ ২৩:১৪:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সমর্থনে যুক্তরাজ্যের বার্মিংহামে সোমবার (১৫ সেপ্টেম্বর) এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশ নায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দল ও কর্মীবান্ধব গ্রহণযোগ্য প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদানের ব্যাপারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করা হয়। এছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি আলোচনাসহ দলের তৃনমূল পর্যায়ে জাতীয়তাবাদী দলকে সুসংসঠিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। 


বিএনপি নেতা মেহরাব উদ্দিন, মোহাম্মদ আলী মিস্টার এবং বার্মিংহাম ওয়েস্ট মিডল‍্যান্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মিজান উদ্দিন লিটন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি আইয়ুব খান , বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা ও যুক্তরাজ্য বিএনপি উপদেষ্টা ফিরোজ চৌধুরী। 


সভায় বক্তব্য রাখেন ,যুক্তরাজ্য বিএনপি'র উপদেষ্টা কাজী আঙ্গুর মিয়া সিতাব খান, সৈয়দ জমশেদ আলী, কে আর জসিম, ফয়েজ উদ্দিন এমবিই, কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই,বার্মিংহাম সিটি বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন,আব্দুল হাই,আব্দুল খালিক, গোলাম সাব্বির পারভেজ,আয়াছ আহমেদ,সাদেক হোসেন মাসুদ, জালাল উদ্দিন , কায়সারুল ইসলাম সুমন, আব্দুল কবির  ফয়ছল আহমেদ , জামিউল ইসলাম,মৌলা মিয়া, মোস্তফা মিয়া,কাজী মনি,ইসলাম উদ্দিন খান, সারওয়ার আহমদ, জাবেদ চৌধুরী, শাহ গুলজার আহমেদ,মোর্শেদ আহমেদ,আয়না মিয়া, সহ দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ তথা সিটি কর্পোরেশনের অসংখ্য প্রবাসী নেতৃবৃন্দ। 


সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্বাস, সাদ আলী, ছালিক মিয়া, আব্দাল মিয়া,রফিকুর রহমান রফু,মজনু মিয়া, ওবায়েদুল কবির খোকন,এডভোকেট নজরুল ইসলাম,ঈদন আলী, এমরান আহমেদ,চুনু মিয়া, বাবরুল ইসলাম, রেজাউল ইসলাম বিল্লাল ,শামীম খান,ইয়াহিয়া খান,খালিছ মিয়া, হোসেন আহমেদ, মিজানুর রহমান সুহেল ,আবুল কাস, আব্দুস শহীদ, আনছার মিয়া,সুরমান আহমেদ, আজাদ মিয়া, আফরোজ মিয়া, শাহ এমরান,ছাদিক আলী,কুদ্দুস মিয়া,জুবের চৌধুরী, ফজলুল হক, কবির আহমেদ,


সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মনোয়ার হোসেন,দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন।


সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের দীর্ঘদিনের দুর্যোগের কান্ডারী ও পরীক্ষিত নেতা এম এ মালিককে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করার দাবি জানিয়ে বলেন, প্রবাসের মাঠিতে থেকেও সিলেট-৩ আসনের তৃণমূল নেতাকর্মীদের ভরসাস্থল ছিলেন এম এ মালিক। সুতরাং নির্বাচনে এ ম এ মালিকের মতো গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন প্রদান করা হলে, সিলেট-৩ আসনের মানুষ কাঙ্খিত জনপ্রতিনিধির মাধ্যমে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad