যুক্তরাজ্যে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ
Post Top Ad

যুক্তরাজ্যে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ

প্রথম ডেস্ক

০৪/০৯/২০২৫ ১২:৫৫:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

২০২৬ শিক্ষবর্ষে ইউনিভার্সিটি অব কেমব্রিজ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘গেটস কেমব্রিজ স্কলারশিপ’ ঘোষণা করেছে। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন দ্বারা সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তি শিক্ষার্থীদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার সুযোগ প্রদান করে। বৃত্তিটি শিক্ষার্থীদের অসাধারণ একাডেমিক রেকর্ড, নেতৃত্বের ক্ষমতা এবং সমাজকল্যাণে অবদানের ভিত্তিতে নির্বাচিত করা হবে।


স্কলারশিপের জন্য প্রযোজ্য প্রোগ্রাম

* মাস্টার্স

* পিএইচডি প্রোগ্রাম

প্রতিবছর প্রায় ৮০ জন আন্তর্জাতিক শিক্ষার্থী এই বৃত্তি অর্জন করতে পারবেন, যারা ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।


আবেদনের যোগ্যতা :

* আবেদনকারী আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

* কেমব্রিজ ইউনিভার্সিটিতে ফুলটাইম পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি থাকতে হবে।

* ভালো একাডেমিক রেকর্ড, নেতৃত্বের দক্ষতা এবং আবেদনকৃত কোর্সে আগ্রহ থাকতে হবে।

* সমাজকল্যাণে অবদানের প্রেরণা প্রদর্শন করতে হবে।


স্কলারশিপের সুবিধাসমূহ :

* পুরো টিউশন ফি কভার।

* বছরে ২১,০০০ পাউন্ড ভাতা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ টাকার বেশি।

* প্রোগ্রামের শুরু ও শেষে ইকোনমি ক্লাসে বিমান ভাড়া।

* ভিসা চার্জ ও অন্যান্য অতিরিক্ত খরচ কভার।

* একাডেমিক উন্নয়ন তহবিল : ৫০০-২,০০০ পাউন্ড।

* পরিবারিক ভাতা : এক সন্তানের জন্য ১১ হাজার ৬০৪ পাউন্ড, দুই বা ততোধিক সন্তানের জন্য ১৬ হাজার ৫৪৮ পাউন্ড।

* জরুরি সহায়তা এবং মাতৃত্ব/পিতৃত্ব ভাতা।


যেভাবে আবেদন করবেন

আবেদন জমা দিতে হবে কেমব্রিজ ইউনিভার্সিটির অনলাইন পোর্টালের মাধ্যমে। পিএইচডি প্রার্থীদের জন্য গবেষণার প্রস্তাব (Research Proposal) জমা দেওয়া আবশ্যক। আবেদনের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে :


* ব্যক্তিগত বিবৃতি (সর্বোচ্চ ৫০০ শব্দ)

* একাডেমিক রেফারেন্স লেটার

* পিএইচডি প্রার্থীদের জন্য গবেষণার প্রস্তাব


আবেদনের সময়সীমা : সময়সীমা কোর্স অনুযায়ী পরিবর্তিত হতে পারে। ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য সঠিক সময়সূচি কেমব্রিজের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষা করতে হবে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad