কোম্পানীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
Post Top Ad

কোম্পানীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

০৮/১০/২০২৫ ১৬:৩২:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‘আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় উদযাপিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া। তিনি বলেন, “শিশুদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম হবে যোগ্য নাগরিক।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad