সুজন-এর সিলেট বিভাগের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া
Post Top Ad

সুজন-এর সিলেট বিভাগের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া

প্রথম ডেস্ক

১১/১০/২০২৫ ১৫:৫৪:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সাবেক প্রশাসক ও ‘সুশাসনের জন্য নাগরিক–সুজন’ সিলেট বিভাগের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ফারুক মাহমুদ চৌধুরী (৬৭) আর নেই। শুক্রবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি শারীরিক অসুস্থতা নিয়েই গত মাসে নিউইয়র্কে যান। সম্প্রতি শারীরিক জটিলতা বাড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফারুক মাহমুদ চৌধুরী সিলেট অঞ্চলের একজন সুপরিচিত সমাজকর্মী ছিলেন। সুশাসন, মানবাধিকার ও সামাজিক উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে গেছেন। সামাজিক সংগঠন সুজনসহ বিভিন্ন সংগঠনের দায়িত্বে থেকে নানা মানবিক উদ্যোগে যুক্ত ছিলেন তিনি। তাঁর দুই পুত্র নিউইয়র্কপ্রবাসী।

কমিউনিটি সংগঠক জুয়েল চৌধুরী জানান, দাপ্তরিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহ উডসাইডের আহলে বায়াত মসজিদ ফিউনারেল হোমে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে তাঁকে ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে দাফন করা হবে।

ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে দেশে ও প্রবাসে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও প্রবাসী অঙ্গনের বিভিন্ন সংগঠন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad