জকিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক আব্দুল খালিক তাপাদারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Post Top Ad

জকিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক আব্দুল খালিক তাপাদারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১১/১০/২০২৫ ১৮:০৯:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ প্রেসক্লাব-এর সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক আব্দুল খালিক তাপাদারের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় প্রেসক্লাব ভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, বর্তমানে খালিক তাপাদার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন এবং সম্প্রতি তিনি লিভার ক্যান্সার-এ আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন আছেন।

দোয়া মাহফিলে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না, সহ-সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ লস্কর, তথ্য ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ তরফদার, অফিস ও পাঠাগার সম্পাদক কে এম মামুন, সদস্য মোঃ ইউনুছ আলী ও ওমর ফারুকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা আব্দুল খালিক তাপাদারের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি জানান।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad