এসএসসিতে ধারাবাহিক সাফল্য আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের
Post Top Ad

শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

এসএসসিতে ধারাবাহিক সাফল্য আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের

প্রথম ডেস্ক

১৪/০৭/২০২৫ ২০:০১:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখলো বিশ্বনাথের আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজ। চলতি এসএসসি পরীক্ষা-২০২৫ এর ফলাফলে উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে অবস্থিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪০ জনই উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করে। এরমধ্যে এ+ একটি, এ এগারোটি, এ- পনেরটি, বি নয়টি, সি চারটি মোট ৪০ জন শিক্ষার্থী। স্কুলের এমন সাফল্য অর্জনে এলাকার বিশিষ্ট মুরুব্বিগণ, যুব সমাজ ও  সর্বস্থরের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। 


পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান ৩ নং অলংকার ইউনিয়নের চেয়ারম্যান ও আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আতিকুর রহমান লিটন, আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আমিনুল হক দুদু, ইউপি সদস্য ফজলু মিয়া, প্রভাষক রহমত আলী, শিশু মিয়া, আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক -আব্দুল হালিম, সহকারী প্রধান শিক্ষক আজমল হোসেন নয়ন, শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- যথাক্রমে মুস্তফা মারুফ, সোহেল আহমেদ, রিপন মিয়া, আবদুল কাদির জীবন, শাহিদা আক্তার, ফাহিমা আক্তার, আব্দুল মুমিন, আনুষ্কা রাণী দাস, শাকেল আহমদ, বন্যা রাণী দাস, নমিতা রাণী দাস, তানজিনা আক্তার, রিয়া আক্তার, আয়শা আক্তার প্রমুখ। 


এ বছরের প্রশংসনীয় সাফল্যের মূলে রয়েছে পরীক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, টিচাররা ছাত্রদের পাঠদান নিয়মিত মনিটরিং ও নিয়মিত শ্রেণিপাঠদান। পাশাপাশি অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদেরও অতিরিক্ত ক্লাস। যা এ বছরের প্রশংসনীয় ফল অর্জনে সহায়ক হয়েছে। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা উন্নত পাঠদান, অভিভাবকদের সচেতনতা ও তত্ত্বাবধান সর্বোপরি ছাত্রদের একনিষ্ঠ অধ্যয়ন ও ঐকান্তিক প্রচেষ্টা এসএসসি পরীক্ষার প্রশংসনীয় ফলে বিশেষ ভূমিকা পালন করেছে।


এসএসসি পরীক্ষা-২০২৫ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন - কল্পনা আক্তার, নাদিয়া আক্তার, নুসরাত জাহান, সাম্মি বেগম, একরামুল ইসলাম, সাজেল আহমদ, লিজা আক্তার, কলসুমা আক্তার, রুদ্র চন্দন নয়ন, নাজিরা জান্নাত, আমিনা বেগম, ইমাদুল হক, আবিদ ইসলাম, আব্দুস সালাম, সুমাইয়া আক্তার সুমি, মিলি আক্তার, আলতাফ হোসেন, তাহমিনা বেগম, রাইসুল ইসলাম, শওকত আহমদ, রোহামা বেগম, আরিফা তাবাসসুম, আব্দুর রহমান, তোফায়েল আহমদ, সূচনা বেগম, সুমাইয়া বেগম, খাদিজা বেগম, নাদিম আহমদ, মাহবুবা আক্তার লিমা, সুমি বেগম, সোহেনা বেগম, সাদিয়া আক্তার , নাজমা আক্তার, সায়মা আক্তার, ফাতেমা বেগম, নাঈম আহমদ, আলি হোসেন।


এসএসসির পরীক্ষার ফলাফলের প্রশংসনীয় সাফল্য ধারা অব্যাহত রাখার ব্যাপারে ৩ নং অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান ও আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আতিকুর রহমান লিটন বলেন, '২০০৬ সালে প্রতিষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের এসএসসির ফলাফল ধারাবাহিকভাবে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এটি সবার সমন্বিত প্রচেষ্টার ফসল। শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা ও শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের জন্য ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে স্কুল। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি। স্কুল সামনের দিকে এগিয়ে নিতে আমি সার্বত্বক চেষ্টা চালিয়ে যাবো।'  


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad