নবজাতককে জানালা দিয়ে ফেলে দিলেন মা
Post Top Ad

চলন্ত বাসে জন্মদান

নবজাতককে জানালা দিয়ে ফেলে দিলেন মা

প্রথম ডেস্ক

১৬/০৭/২০২৫ ১৬:৫০:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

চলন্ত বাসে এক ১৯ বছর বয়সী নারী সন্তান জন্ম দেওয়ার পর নবজাতককে কাপড়ে মুড়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেন বলে জানিয়েছে পুলিশ। এতে মৃত্যু হয় সদ্যোজাত শিশুটির। ভারতের মহারাষ্ট্র রাজ্যের পারভানি জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। 


মহারাষ্ট্রের পারভানির পাঠ্রি-সেলু রোডে ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৫ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে। এক প্রত্যক্ষদর্শী চলন্ত বাস থেকে কাপড়ে মোড়ানো কিছু একটি ফেলে দিতে দেখে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানান।


পুলিশ জানায়, রিতিকা ধেরে নামের ওই নারী সান্ত প্রয়াগ ট্রাভেলসের একটি স্লিপার কোচ বাসে করে পুনে থেকে পারভানি যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন আলতাফ শেখ নামের এক ব্যক্তি, যিনি নিজেকে রিতিকার স্বামী দাবি করেন।


বাস চলার সময়ই প্রসব বেদনা উঠলে বাসেই একটি পুত্রসন্তানের জন্ম দেন রিতিকা। তবে কিছুক্ষণ পর তারা নবজাতকটিকে কাপড়ে জড়িয়ে বাসের জানালা দিয়ে রাস্তায় ফেলে দেন।


বাসচালক জানিয়েছেন, তিনি জানালা দিয়ে কিছু ছুঁড়ে ফেলার ঘটনা লক্ষ করেন। জিজ্ঞাসা করলে আলতাফ শেখ জানান, তার স্ত্রী বাসযাত্রার ধকল সইতে না পেরে বমি করেছেন।


এদিকে একজন পথচারী কাপড়ে মোড়ানো জিনিসটি রাস্তা থেকে তুলে দেখেন, সেটি একটি নবজাতক। সঙ্গে সঙ্গে তিনি পুলিশের ১১২ হেল্পলাইনে ফোন করে খবর দেন।


পুলিশ জানায়, অভিযুক্ত দুইজন পারভানির বাসিন্দা এবং গত দেড় বছর ধরে পুনেতে অবস্থান করছিলেন। নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করলেও, তা প্রমাণের মতো কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি।


পুলিশ তাদের গ্রেপ্তার করে রিতিকাকে হাসপাতালে ভর্তি করায়। জিজ্ঞাসাবাদে তারা জানান, নবজাতককে লালন-পালনের সামর্থ্য না থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।


ঘটনার পর পাঠ্রি থানায় ভারতীয় নতুন ফৌজদারি বিধিমালার (BNS) ৯৪(৩) ও ৯৪(৫) ধারায় (গোপনে মৃতদেহ ফেলে দিয়ে জন্ম গোপন করা) মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের কাছে নোটিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad