বিশিকা স্কুলে দুই দিন ব্যাপী আন্তঃ শিক্ষক প্রশিক্ষন কর্মশালা
Post Top Ad

বিশিকা স্কুলে দুই দিন ব্যাপী আন্তঃ শিক্ষক প্রশিক্ষন কর্মশালা

প্রথম ডেস্ক

১৮/০৭/২০২৫ ২২:০১:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বসন্ত মেমোরিয়েল স্কুল (বিশিকা), চালিবন্দর, সিলেট- এর পরিচালনা কমিটির  আয়োজনে প্রথম বারের মতো দুই দিন ব্যাপী আন্তঃ শিক্ষক প্রশিক্ষন কর্মশালা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষাক্রমের আলোকে অনুষ্ঠিতব্য প্রথম দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসাবে ছিলেন দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাস্টার ট্রেনার জনাব সঞ্জয় কুমার নাথ; প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কাজী জালাল উদ্দীন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাস্টার ট্রেনার জনাব মার্জিনা আক্তার খানম, দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মাস্টার ট্রেনার জনাব হোসনে আরা বেগম ও দূর্গা কুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মাস্টার ট্রেনার জনাব মৌসুমী মহারত্ন।


এর আগে শুক্রবার অনুষ্ঠানমালার প্রথম দিনে সকাল সাড়ে ৯ টায় স্কুল প্রাঙ্গনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব সুদীপ্ত অর্জুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশিষ্ট সমাজসেবী জনাব মওলানা আব্দুর রকিব এডভোকেট, সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সর্বাণী অর্জুন, সাবেক জেলা শিক্ষা অফিসার ও সিলেট সিটি করপোরেশন এর শিক্ষা উপদেষ্টা ও স্কুল পরিচালনা কমিটির সদস্য জনাব অনিল কৃষ্ণ মজুমদার, বসন্ত মেমোরিয়েল স্কুলের প্রধান শিক্ষক জনাব বেবী রায়, চালিবন্দর যুব কল্যাণ সংস্থার সভাপতি জনাব অরূপ শ্যাম বাপ্পী এডভোকেট, যুগ্ম সম্পাদক জনাব যীশু কৃষ্ণ দেব জনি, স্কুলের শিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষকবৃন্দ।


প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ প্রশিক্ষনলব্ধ দক্ষতা, যোগ্যতা এবং দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবেন বলে অনুষ্ঠানে আলোচককবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন ।।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad