সিলেটে নাগরিক সংহতি কর্মসূচিতে পুলিশের বাধা
Post Top Ad

জাফর-প্রণবজ্যোতির মুক্তির দাবি

সিলেটে নাগরিক সংহতি কর্মসূচিতে পুলিশের বাধা

প্রথম ডেস্ক

০৫/১০/২০২৫ ০০:৩৩:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে বামপন্থী দল ও সংগঠনগুলোর উদ্যোগে ঘোষিত নাগরিক সংহতি কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়ে ভণ্ডুল হয়েছে। তবে নির্ধারিত কর্মসূচি পণ্ড হয়ে গেলেও ক্ষুব্ধ নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। পূর্ব ঘোষিত সমাবেশ শুরু হওয়ার মুহূর্তে পুলিশ মাইক বন্ধ করে দিয়ে আয়োজনে বাধা দেয়।

এর আগে নাগরিক সংহতি কর্মসূচিতে সংহতি জানাতে উপস্থিত হয়েছিলেন সিলেটের প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সুয়েব, স্থপতি রাজন দাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীলাঞ্জন দাশ টুকু, পেশাজীবী ফোরামের নেতা আব্দুল ওয়াদুদ, নাট্য নির্দেশক নাহিদ পারভেজ বাবু, সিপিবি সিলেট জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বিপ্লবী কমিউনিস্ট পার্টি সম্পাদক সিরাজ আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “নাগরিক সংহতির মতো একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হস্তক্ষেপ অগণতান্ত্রিক আচরণ। এটি আমাদের স্বাধীন মতপ্রকাশের অধিকার হরণের শামিল। জুলাই গণঅভ্যুত্থানের পরও সভা-সমাবেশে বাধা দেওয়া ফ্যাসিবাদী শাসনের স্মৃতি মনে করিয়ে দেয়।”

তারা অভিযোগ করেন, বাসদ নেতা আবু জাফর, প্রণবজ্যোতি পালসহ বিভিন্ন বাম নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা ও হয়রানিমূলক। সরকারের নির্দেশেই তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করে অবিলম্বে তাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের আহ্বান জানান তারা।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad