যৌথ বাহিনীর অভিযান
মৌলভীবাজার-হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার

মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, সিগারেট, গাঁজা ও আতশবাজি উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমানের নেতৃত্বে এবং সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের মৌলভীবাজার অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন শোহোরাব হোসেন ও ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সহযোগিতায় বিশেষ টহল দল মৌলভীবাজারের কনকপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় অভিযান চালায়।
অভিযানে একটি ঘর থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা। তবে অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা আগেই পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এছাড়া ৫৫ বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া ও রাজেন্দ্রপুর বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় দুটি পৃথক অভিযান চালিয়ে ভারতীয় সাড়ে ১২ কেজি গাঁজা ও আতশবাজি জব্দ করে। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৬১ হাজার ৯০ টাকা।
অপরদিকে সিন্দুরখান বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে ১০ ঘনফুট একাশি কাঠ উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সদর দপ্তরের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, জব্দকৃত পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।
এ রহমান

মন্তব্য করুন: