মাধবপুরে সরকারি রাস্তার ইট তুলে নিতে বাধা দেওয়ায় হামলার অভিযোগ
Post Top Ad

মাধবপুরে সরকারি রাস্তার ইট তুলে নিতে বাধা দেওয়ায় হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৭/১০/২০২৫ ২২:৫৪:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে সরকারি রাস্তার ইট নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মা ও ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পরও অভিযুক্তদের পক্ষ থেকে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর সকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের দীল মোহাম্মদ আবু ও মুসলিম মিয়ার ছেলে-মেয়েরা সরকারি রাস্তা থেকে ইট নিয়ে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের আব্দুস সোবাহান মিয়ার মা শাফিয়া খাতুন তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দীল মোহাম্মদ ও মুসলিম মিয়ার লোকজন বৃদ্ধা শাফিয়া খাতুনকে মারধর করে আহত করেন। পরে স্থানীয়রা আহত শাফিয়া খাতুনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার পর শাফিয়ার ছেলে আব্দুস সোবাহান বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তার ওপরও হামলা চালায় এবং পায়ের রগ কেটে ফেলার হুমকি দেয়।

আব্দুস সোবাহান বলেন, “প্রতিপক্ষের লোকজনের ভয়ে আমরা পরিবারসহ আতঙ্কে দিন কাটাচ্ছি। আমার মেয়েসহ পরিবারের নারীদেরও ক্ষতি করার হুমকি দিচ্ছে তারা।”

এ ঘটনায় আব্দুস সোবাহান মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্ত দীল মোহাম্মদ আবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্লাহ বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad