শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ৭ জুলাই

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস শুরু হবে আগামী ৭ জুলাই থেকে। রবিবার (২৯ জুন) বিকাল ৪টায় উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ২৯ জুন, ২০২৫ তারিখ বিকাল ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার (স্নাতক)-এর সকল বিভাগের ক্লাস আগামী ৭ জুলাই, ২০২৫ তারিখ শুরুর সিদ্ধান্ত হয়েছে।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: