তাহিরপুর সরকারি বিদ্যালয়ে শিক্ষকসংকটে পাঠদান ব্যাহত
Post Top Ad

তাহিরপুর সরকারি বিদ্যালয়ে শিক্ষকসংকটে পাঠদান ব্যাহত

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৯/০৭/২০২৫ ১৯:৪৬:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হাওর বেষ্টনী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক প্রতিষ্ঠান তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে শিক্ষক সংকট তীব্র আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে গণিত, বিজ্ঞান ও ইংরেজি সহ গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা পড়ালেখায় পিছিয়ে পড়ছে।


জানা যায়, বিদ্যালয়টিতে ৬০০জন শিক্ষার্থী অধ্যয়নরত। এর বিপরীতে তিনজন শিক্ষক পাঠদান প্রদান করছেন। এর মধ্যে থেকে চলতি মাসে একজন শিক্ষক নতুন কর্মস্থলে, বাংলাদেশ ডেভেলপমেন্ট বাংকে সিনিয়র অফিসার হিসেবে  যোগদান করবেন।জীববিজ্ঞানের শিক্ষক বর্তমানে( বি,এড)'র প্রশিক্ষণরত।পরবর্তী মাস থেকে  বিদ্যালয়ে থাকবেন দুই জন সহকারী শিক্ষক আর একজন (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক। প্রতিষ্ঠানে মোট শিক্ষকের পদের সংখ্যা ১১জন। তার মধ্যে ৭টি পদ শূন্য রয়েছে। চলতি মাসে আরেকটি পদশূন্য হবে।  তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদ ৩টি। তার মধ্যে কর্মস্থলে ১জন কর্মরত। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আর নিরাপত্তা প্রহরীর পদ শূন্য রয়েছে। 


যোগাযোগ বঞ্চিত হাওর পাড়ের সুধীজনের প্রাণপণ প্রচেষ্টায়, ১৯৫০ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৫৪সালে নিন্ম মাধ্যমিক প্রতিষ্ঠা হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯৬০সাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নতি হয়। এরপর ১৯৮৭ সালে, মহামান্য  রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ বিদ্যালয়টিকে জাতীয় করণের স্বীকৃতি প্রদান করেন।


বিদ্যালয়ের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, "প্রতিদিন ৫/৬শতাধিক শিক্ষার্থী উপস্থিত থাকলেও শিক্ষক সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। ফলে একটি শ্রেণিকে নিয়মিত ক্লাস দেয়া কঠিন হয়ে পড়েছে।


অভিভাবকদের দাবি, দ্রুত শিক্ষক নিয়োগের মাধ্যমে স্বাভাবিক পাঠদান নিশ্চিত করা হোক। একইসাথে বিদ্যালয়ের একাডেমিক পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।


এ ব্যাপারে তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আবুল হাসেম এর অফিসিয়াল মোবাইল নাম্বারে একাধিকবার  ফোন দেওয়া হলেও, ফোন রিসিভ না হওয়ায়, উনার মন্তব্য জানা যায়নি।


এব্যাপারে সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটি সরকারি উচ্চ বিদ্যালয়,সব কিছু আমার অধিনে নয়। আঞ্চলিক অফিস। তবে নতুন নিয়োগ হলে, শিক্ষক সংকট নিরসন হবে আশা করছি।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad