সিলেটে পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে বিপুল দেশি-বিদেশী অস্ত্র উদ্ধার
সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান দেশী ও বিদেশী অস্ত্র,গ্রেনেড ও বিস্ফোরক দ্রব্যসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানকালে একজনকে আটক করা হয়েছে।
মধ্যনগরে সেনা অভিযান
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৬টা ১০ মিনিট থেকে সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামে কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত উজ্জ্বল মিয়ার বসতবাড়িকে কেন্দ্র করে এ অভিযান পরিচালনা করা হয়।
মধ্যনগর আর্মি ক্যাম্প থেকে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন শাকিল মাহমুদ। অভিযানে একটি তলোয়ার, চারটি রামদা, তিনটি কুড়াল, চারটি দা, চারটি বটি, পাঁচটি বড় ছুরি, চারটি ছোট চাকু, ১৭টি টেঁড়া, পাঁচটি ফলা, ১১টি ঢাল, ৩৫টি বর্ষা, একটি চায়না চাকু ও একটি বল্লম উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
দিরাইয়ে পিস্তলসহ গ্রেপ্তার ১
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দিরাই উপজেলা সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়াকে (৩৬) গ্রেপ্তার করা হয়। দিরাই পৌরসভার চণ্ডীপুর এলাকায় তার বাড়ি ও খামারে চালানো অভিযানে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড তাজা গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম, বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র এবং কয়েকটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, উদ্ধারকৃত অস্ত্রের ঘটনায় উজ্জ্বলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কমলগঞ্জে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে একটি বসতবাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে গ্রেনেডটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করেছে।
পুলিশের ধারণা, গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে। এর আগেও একই এলাকা থেকে গ্রেনেড উদ্ধারের ঘটনা ঘটেছিল।
শায়েস্তাগঞ্জে পরিত্যক্ত এয়ারগান
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে নুরপুর ইউনিয়নের সুতাং বাজার এলাকা থেকে এয়ারগানটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বড়লেখা সীমান্তে ভারতীয় অস্ত্র ও কার্তুজ
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে একটি ভারতীয় অবৈধ রিভলবার ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা এলাকায় সীমান্তের ভেতরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়। বিজিবি জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে এসব অভিযান অব্যাহত থাকবে।
ডি আর ডি
মন্তব্য করুন: