জকিগঞ্জের কাল থেকে আন্দোলনে নামছে অর্ধ-শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান

জকিগঞ্জের অর্ধ-শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হবে মানববন্ধন কর্মসূচি! ২৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় একই সময়ে পুরো উপজেলায় সকল কেজি স্কুল তাদের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এ কর্মসুচি পালন করবে।
জানাগেছে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণির ছাত্র- ছাত্রীদের অংশ গ্রহণের সুযোগ প্রদানের দাবীতে জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আহবানে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
ইতোমধ্যে অনেক স্কুল মানববন্ধন এর ব্যানার, প্লেকার্ড লেখানোর কাজ সম্পন্ন করেছে। ঐদিন বেলা দেড়টায় জকিগঞ্জ উপজেলা পরিষদের সামনেও বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
তাহির আহমদ

মন্তব্য করুন: