ওসমানীনগরে আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
Post Top Ad

ওসমানীনগরে আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

২৯/০৭/২০২৫ ১৭:০৫:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগরের সিকন্দরপুর আলহাজ্ব আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয় হতে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, প্রতিষ্ঠাতা পরিবার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব জয়নাল আবেদীন।তিনি বলেন, “সুশিক্ষাই জাতির উন্নতির চাবিকাঠি। এই বিদ্যালয়ের সাফল্য আমাদের গর্বিত করে। আমি সকল কৃতকার্য শিক্ষার্থীকে অভিনন্দন জানাই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব আব্দুল হাফিজ এবং ডাঃ শাহেদ হায়দার, যিনি প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হিসেবে বিদ্যালয়ের অগ্রগতিতে অব্যাহত ভূমিকা রেখে চলেছেন। তাঁরা বলেন, “শুধু পাস নয়, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হয়ে গড়ে উঠাই আমাদের লক্ষ্য।”


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মোঃ আব্দাল মিয়া, সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বালাগঞ্জ। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশনেতা। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”


অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে ড. আঞ্জুমান বখত ও ডাঃ শাহেদ হায়দার। তারা জানান, ভবিষ্যতেও এ ধরণের উৎসাহব্যঞ্জক আয়োজন অব্যাহত থাকবে।


অনুষ্ঠান শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। উপস্থিত সকলে শিক্ষার্থীদের আগামীদিনের পথচলায় সফলতা

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad