ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর
Post Top Ad

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

সুলতান মোহাম্মদ, ঢাকা অফিস

০৩/০৯/২০২৫ ১৮:০৭:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশকে স্থগিত করে দেওয়া চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোনো বাধা থাকছে না। আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চে এ আদেশ দেন।


ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে আবেদন করলে শুনানি শেষে এ সিদ্ধান্ত আসে।


ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবীর পক্ষে মো. শিশির মনির বলেন, 'সুপ্রিম কোর্টের আদেশের ফলে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা নেই।'


গত ১ সেপ্টেম্বর চেম্বার জজ আদালত ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার হাইকোর্টের দেওয়া নির্দেশনার ওপর স্থগিতাদেশ দেন। আজ শুনানি শেষে আপিল বিভাগ বলেন, চেম্বার বিচারপতির আদেশ ৩০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad