গ্রাজুয়েটদের মানবসম্পদে পরিণত করতে গবেষণা চলছে: সিকৃবি ভিসি
Post Top Ad

গ্রাজুয়েটদের মানবসম্পদে পরিণত করতে গবেষণা চলছে: সিকৃবি ভিসি

প্রথম ডেস্ক

১৩/০৯/২০২৫ ১৬:৫৮:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্সসেল (আইকিউএসি) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে আউটকাম বেজড এডুকেশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার সিকৃবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা।


দিনব্যাপী প্রশিক্ষণের উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্র্যাজুয়েটরা যেন দেশ ও সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে এবং একই সঙ্গে চাকরি বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদে পরিণত হয়, এই লক্ষ্যে টিচিং-লার্নিং এর বিভিন্ন পদ্ধতি নিয়ে নিয়মিত গবেষণা চলছে। আধুনিক শিক্ষাব্যবস্থার অংশ হিসেবে আউটকাম-বেজড এডুকেশন (ওবিই) বা শিখনফলভিত্তিক শিক্ষা আজ সারা বিশ্বেও উচ্চ শিক্ষাব্যবস্থায় বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনশীল; তাই শিক্ষা ও গবেষণার কার্যক্রমকেও অবশ্যই বৈশ্বিক অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে নিতে হবে।


প্রশিক্ষণ কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আতাউর রহমান এবং ওবিই বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. মো. গোলাম মর্তুজা। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষণার্থী হিসেবে ৭৩ জন শিক্ষক ও ১৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad