সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে ব্যারিস্টার এম এ সালাম
নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগেই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ব্যারিস্টার সালাম বলেন, “তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি দলের শীর্ষ নেতৃত্ব গুরুত্ব সহকারে দেখছেন। এ নিয়ে সরকারের সাথেও আলোচনা চলছে।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিলে তারেক রহমানই দেশের দায়িত্ব গ্রহণ করবেন। তার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ এবং ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ, মর্যাদাপূর্ণ ও গণতান্ত্রিক দেশ। সেখানে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।”
প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, “এই পদ্ধতি এ দেশের জন্য মানানসই নয়। পিআর সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণা নেই। তাই অযথা পিআর দাবিকে জনগণ সমর্থন করবে না।”
সিলেট-৩ আসন থেকে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে ব্যারিস্টার সালাম বলেন, “এই আসনের মাটি ও মানুষের সঙ্গে আমার গভীর সম্পর্ক গড়ে উঠেছে। তাই আগামী নির্বাচনে আমি এই আসনে মনোনয়ন পাব বলে আশাবাদী।”
এ রহমান

মন্তব্য করুন: