শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাব
Post Top Ad

সুনামগঞ্জে র‍্যাব-৯ সিলেটের সিও ও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাব

লতিফুর রহমান রাজু. নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

২৪/০৯/২০২৫ ১৫:০৭:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

র‌্যাব-৯ সিলেটের সিও ও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেছেন, “বিগত বছরের মতো এবারও আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

তিনি জানান, পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ টহল জোরদার করা হয়েছে। প্রতিটি উপজেলায় একজন অফিসারের নেতৃত্বে টিম মোতায়েন রয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার অপরাধ দমনে র‌্যাব তৎপর রয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, “যে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা মোকাবিলায় কন্ট্রোল রুমে একজন অফিসার দায়িত্বে থাকবেন। দ্রুত আমাদের জানানো হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি গণমাধ্যমসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের হাসননগরস্থ দুর্গাবাড়ী পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পানি কমান্ডার কপিল দেব গাইন, মন্দির পরিচালনা কমিটির অধ্যক্ষ পরিমল কান্তি দে, চন্দ্রন চক্রবর্তী, সুবীর তালুকদার বাপ্টু, অমল চৌধুরী হাবলু, মিন্টু চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad