তাহিরপুরে ইয়াবা সম্রাট শাজাহান গ্রেপ্তার, জামাইসহ কারাগারে

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী শিমুলতলা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শাজাহান মিয়া (৪০)কে আটক করেছে পুলিশ। ইয়াবা বিক্রিতে নিষেধ করায় গ্রামবাসীর ওপর হামলার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ও তার মেয়ের জামাই ইউনুছ আলী (২৬)কে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আটক শাজাহান শিমুলতলা গ্রামের মৃত মগবুল হোসেনের ছেলে এবং জামাই ইউনুছ আলী একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ রহমান

মন্তব্য করুন: