সুনামগঞ্জে বালু উত্তোলনের অনুমোদন বাতিলের দাবিতে মানববন্ধন
Post Top Ad

সুনামগঞ্জে বালু উত্তোলনের অনুমোদন বাতিলের দাবিতে মানববন্ধন

প্রথম ডেস্ক

২৪/০৯/২০২৫ ১৮:০৩:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে লিমপিড নামক একটি কোম্পানির বালু উত্তোলনের অনুমোদন বাতিল ও প্রকৃতি-পরিবেশ সুরক্ষায় অযান্ত্রিক (ম্যানুয়েল) পদ্ধতিতে বালু উত্তোলন ব্যবস্থাপনা গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, হাওর-নদী ও পরিবেশ রক্ষা আন্দোলন এবং আন্তঃউপজেলা অধিকার পরিষদ।

মানববন্ধনে সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাসার বলেন, “বিআইডব্লিউটিএ ধোপাজান নদীতে বালু উত্তোলনের জন্য লিমপিড কোম্পানিকে অনুমোদন দিয়েছে। অথচ এই নদীতে কোনো বিট বালু নেই। এখানে রয়েছে সিলিকা বালু, যা দেশের জন্য অত্যন্ত মূল্যবান সম্পদ। বিট বালুর নামে সিলিকা বালু লুটপাটের ষড়যন্ত্র চলছে। যারা এই অনিয়মের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।”

আন্তঃউপজেলা অধিকার পরিষদের সভাপতি নুরুল হক আফেন্দি বলেন, “ধোপাজান নদীতে অনেক দিন ধরে বালু উত্তোলন বন্ধ ছিল। হঠাৎ করে লিমপিড কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে। এসব টালবাহানা চলবে না। পরিবেশ নষ্ট করে যান্ত্রিকভাবে বালু উত্তোলন করা যাবে না। হাজার হাজার শ্রমিক বেকার হয়ে আছে—তাদের স্বার্থে ইজারা দিতে হবে। নতুবা নদীতে অশান্তি দেখা দিলে প্রশাসনকেই এর দায় নিতে হবে।”

হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ বলেন, “লিমপিড একটি ভারতীয় কোম্পানি। তারা বিট বালুর নামে সুনামগঞ্জের উন্নতমানের সিলিকা বালু লুট করার পাঁয়তারা করছে। এ ধরনের অনিয়ম বন্ধ করতে হবে এবং প্রকৃতি-পরিবেশ রক্ষা করে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের ব্যবস্থা গড়ে তুলতে হবে।”

মানববন্ধন পরিচালনা করেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ। এ সময় আরও বক্তব্য দেন হাওর-নদী ও পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সভাপতি আবুল হোসেন, শ্রমিক নেতা মাসহুদুল মামুন রেসিন, হাফিজুর রহমান ও আব্দুর রশিদ প্রমুখ।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad