মৌলভীবাজারে সারজিস আলম
আইনগত বাধা নেই, তবু শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন

আইনগত কোনো বাধা না থাকলেও চাপের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে শাপলা প্রতীক বরাদ্দ দিতে সাহস দেখাতে পারছে না নির্বাচন কমিশন—এমন অভিযোগ করেছেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, এটি নির্বাচন কমিশনের বড় ব্যর্থতা।
বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “আমরা শাপলা প্রতীক চাইবার পর থেকে নির্বাচন কমিশনের এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা ছিল। কিন্তু কমিশন অন্য কোনো চাপের কারণে আমাদের ন্যায্য দাবির ব্যাপারে সাহস দেখাতে পারছে না। এটা কমিশনের অক্ষমতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যর্থতা।”
তিনি আরও জানান, এনসিপি পুনরায় প্রতীক বরাদ্দের আবেদন করেছে। প্রয়োজনে তারা বিকল্প রূপে সাদা কিংবা লাল শাপলার প্রতীক চাইতে বাধ্য হবেন।
এসময় নিউইয়র্কে আওয়ামী লীগের নেতাদের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের সঙ্গে সরকার সফরে গিয়েছিল। তখন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সরকার সেটি নেয়নি। এই সীমাবদ্ধতার দায় সরকারকেই স্বীকার করতে হবে। কেবল বিবৃতি দিলেই হবে না, কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এহতেসামুল হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ রহমান

মন্তব্য করুন: