ছাতকে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Post Top Ad

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি

ছাতকে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৬/০৯/২০২৫ ২০:৩৩:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক পৌর শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক পৌরসভা শাখার আয়োজনে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালবেলা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


মিছিলটি পৌর শহরের মন্ডোলীভোগ লাল মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাতক পৌর জামায়াতের সভাপতি ইঞ্জিনিয়ার নোমান আহমদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি হেলাল আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুল হাই আজাদ, নজমুল হোসেন, জেলা জজকোর্টের এপিপি এডভোকেট আলম উদ্দিন, সাবেক কাউন্সিলর ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়াশিদ আলী।

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা জরুরি। তারা সংসদের উভয় কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন।

এসময় স্থানীয় জামায়াত শিবিরের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad