ছাতকে ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন গ্রেফতার
Post Top Ad

ছাতকে ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৬/০৯/২০২৫ ২৩:৫৬:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টারকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাতক থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আওলাদ হোসেন মাষ্টার ভাতগাঁও গ্রামের বাসিন্দা এবং আব্দুল মান্নানের ছেলে। তিনি নিষিদ্ধ ছাতক উপজেলা কৃষক লীগের আহ্বায়ক হিসেবেও পরিচিত।

থানা সূত্রে জানা যায়, ছাতক থানার এসআই মোফাখখারুল ইসলাম ও এসআই সৈয়দ গোলাম সারোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টারকে আটক করেন। তিনি ছাতক থানার মামলা নং-২৮(৭)২৫ এর আসামি।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আওলাদ হোসেন মাষ্টারকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad