দোয়ারাবাজারে প্রবাসীর অর্থায়নে হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন
Post Top Ad

দোয়ারাবাজারে প্রবাসীর অর্থায়নে হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২৭/০৯/২০২৫ ২৩:২০:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সদর ইউনিয়নের জামেয়া ইসলামিয়া হযরত আবু মাসউদ (রাঃ) বড়বন্দ হাফিজিয়া মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলা নির্মাণ সম্পন্ন হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী ছাতক পৌরসভার বাগবাড়ি গ্রামের মো. এমাদ উদ্দিনের অর্থায়নে নির্মিত এ ভবনের দ্বিতীয় তলার উদ্বোধন করা হয় শনিবার (২৬ সেপ্টেম্বর)।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ দোয়া, আলোচনা সভা ও শিরনী বিতরণের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা হোসাইন আহমেদ কাসেমী দ্বিতীয় তলার উদ্বোধন করেন এবং মাদ্রাসার সমৃদ্ধি ও দাতাদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. কুদরত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকি বিল্লাহ, মুতাসিম বিল্লাহ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বড়বন্দ মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. আক্তার হোসেন, শিক্ষা সচিব মাওলানা মহি উদ্দিন ও কোষাধ্যক্ষ মাওলানা আবুল অদুদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মো. শাকির আহমদ, মাওলানা মনির হোসাইন, মাওলানা সফিকুল ইসলাম, হাফেজ মো. উসমান গনি, ক্বারী ফারুক আহমদ, মাষ্টার আমিনুল হক, আরিফ বিল্লাহ, কাদির বিল্লাহ, একরাম উদ্দিন, নাঈম আহমদ, জুবায়েদ আহমেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, প্রবাসীদের সহযোগিতায় দেশের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন হচ্ছে। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে শিক্ষায় আরও অগ্রসর হতে অনুপ্রাণিত করবে।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad