সংসদে অবহেলিত দোয়ারাবাজারের মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চাই
Post Top Ad

গণসংযোগকালে সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলম

সংসদে অবহেলিত দোয়ারাবাজারের মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চাই

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২৮/০৯/২০২৫ ২০:৪৬:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, ‘সংসদে অবহেলিত দোয়ারাবাজার উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চাই। বিগত দিনে যারা সংসদে গেছে তারা দোয়ারাবাজারের মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেনি। যেকারণে এই উপজেলায় এখন পর্যন্ত কোনো ভালো রাস্তাঘাট নেই, শিল্প কারখানা নেই, স্বাস্থ্যসেবা ভেঙ্গে পড়েছে। শুধুমাত্র যোগ্য নেতৃত্বের অভাবে একটি সম্ভাবনাময়ী উপজেলাকে দেশের সবচেয়ে অবহেলিত ও কাংখিত উন্নয়ন বঞ্চিত উপজেলায় পরিণত করে রাখা হয়েছে। আমি এই অবস্থার পরিবর্তন ঘটাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দোয়ারাবাজারের সর্বস্তরের সাধারণ মানুষ ও ভোটারদের সমর্থন, দোয়া ও সহযোগিতা চাই।


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা বাজার, মহব্বতপুর বাজার, বোগলাবাজার ও বাংলাবাজারে দিনব্যাপী গণসংযোগকালে এসব কথা বলেন মোঃ জাহাঙ্গীর আলম।

ছাতক জাবা মেডিকেল সেন্টার হাসপাতালের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আরো বলেন, ‘আমি দলমতের উর্ধ্বে সবাইকে নিয়ে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আমার কোনো গ্রুপ নাই, কোনো ক্যাডার বাহিনী নাই। সাধারণ জনগণই আমার শক্তি। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে চাই। আমি এমপি নির্বাচিত হলে সাধারণ মানুষকে সাথে নিয়েই তাদের একজন সেবক হিসেবে কাজ করব।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad