ছাতকে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এখন জামায়াত নেতা!

রাজনীতিতে শেষ বলে কিছু নেই- এমন সত্যের প্রকাশ ঘটালেন আওয়ামী লীগ নেতা। ২০২৪ সালের ৫ আগষ্টের আগে যিনি ছিলেন একটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, তিনি এখন রাজনৈতিক ব্যবসায় সফলতা ধরে রাখতে যোগ দিলেন জামায়াতে। সুবিধাভোগী চরিত্রের এই রাজনৈতিক নেতার নাম সাইদুর রহমান। তিনি ছাতক উপজেলার স্থানীয় টেংগার গাও গ্রামের রহমত আলীর ছেলে এবং নোয়ারাই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
সাইদুর রহমান রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টে ফেলেন রাজনৈতিক আদর্শ। বরাবরের মতো রাজনৈতিক সুবিধা নিতে সখ্যতা গড়ে তোলেন জামায়াত নেতৃবৃন্দের সাথে। এরই ধারাবাহিতকতায় তিনি স্থানীয় জামাত নেতাদের হাত ধরে জামায়াতে যোগদান করেন। এব্যাপারে সাইদুর রহমানের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, হামলা মামলা থেকে বাঁচতে তিনি জামায়াতে যোগদান করেছেন।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: