শাল্লা কালিমন্দিরে মহাধুমধামে শুরু শারদীয় দুর্গাপূজা
Post Top Ad

শাল্লা কালিমন্দিরে মহাধুমধামে শুরু শারদীয় দুর্গাপূজা

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

২৮/০৯/২০২৫ ২৩:৫৪:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ঐতিহ্যবাহী কালিমন্দিরে মহাধুমধামে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শনিবার (২৭ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় পূজার। সকাল থেকেই ভক্ত-শুভার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কালিমন্দির প্রাঙ্গণ।

শাল্লা কালিমন্দির পূজা কমিটির আয়োজনে প্রতিবছরের মতো এ বছরও সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত শ্রদ্ধা, উৎসব ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে। মন্দির চত্বর সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা, শিল্পিত মণ্ডপ ও নান্দনিক চিত্রকর্মে। তৈরি করা হয়েছে আকর্ষণীয় প্রতিমা, যেখানে দেবী দুর্গা মহিষাসুরমর্দিনী রূপে প্রতিষ্ঠিত।


পূজা কমিটির সভাপতি ও শাল্লা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন, “প্রতিবছরের মতো এবারও শাল্লা কালিমন্দিরে সার্বজনীনভাবে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সকল ধর্ম-বর্ণের মানুষের সহযোগিতায় আমরা এই উৎসব উদযাপন করছি। শান্তিপূর্ণ পরিবেশে পূজার কার্যক্রম পরিচালনায় সহযোগিতার জন্য প্রশাসনসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”

পূজা কমিটির সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাশ বলেন, “এই উৎসব আমাদের সামাজিক সম্প্রীতির প্রতীক। প্রতিটি ভক্ত যেন নির্বিঘ্নে পূজা দিতে পারেন, আমরা সেই ব্যবস্থাই রেখেছি।”

জানা যায়, দূর্গা পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজন করা হয়েছে। পূজামণ্ডপে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীর উপস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে। পূজা উপলক্ষে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে ভক্তরা শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা করতে পারেন। আগামী কয়েক দিন ধরে মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিকতা চলবে।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad