জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রীতি অনুযায়ী বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে বিদায়ের সুর বাজতে শুরু করে। এ বছর জগন্নাথপুর উপজেলায় ৩৭টি সার্বজনীন পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। দুপুর থেকে পৃথকভাবে এসব মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর মধ্যে রানীগঞ্জ ইউনিয়নের জগন্নাথ আখড়া থেকে দুপুর ১২টায় কুশিয়ারা নদীর খেয়াঘাটে দেবী বিসর্জন অনুষ্ঠিত হয়।
হিন্দুশাস্ত্র মতে, বিজয়া দশমীতে দেবী দুর্গা কৈলাসে ফিরে যান। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা ও লালসা বিসর্জন দেওয়াই এই উৎসবের মূল বার্তা। এ উপলক্ষে সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করে।
এছাড়াও উপজেলার নলজুর ও বরাঙ্গ নদীতীরসহ বিভিন্ন নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করায় আয়োজক কমিটি সন্তুষ্টি প্রকাশ করেছে।
এ রহমান

মন্তব্য করুন: