তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও শিক্ষক দিবস উদযাপন কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়ার সভাপতিত্বে এবং বড়দল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলম নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুকন উদ্দিন ও সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী।
এছাড়া বক্তব্য দেন বীর জয়লক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাল উদ্দিন আলাল, বালিজুরী সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. জহিরুল ইসলাম, জামালগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম রশীদ, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ইশতিয়াক আহমদ, সহকারী অধ্যাপক লিপি ভৌমিক এবং আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। সমাজে তাঁদের মর্যাদা রক্ষা ও প্রাপ্য সম্মান নিশ্চিত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।
এ রহমান

মন্তব্য করুন: