কোম্পানীগঞ্জে পুলিশের ওপর শ্রমিকদের হামলা, ১৫ জনের নামে মামলা

সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ট্রাক আটকাতে গিয়ে পরিবহন শ্রমিকদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (৫ অক্টোবর) দুপুরে থানার পার্শ্ববর্তী সড়কে স্থাপিত চেকপোস্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ১৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় উপজেলা ট্রাক শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজের নাম রয়েছে। বাকী আসামীদের নাম এখনও জানা যায় নি।
পুলিশ জানায়, অবৈধ বালু ও পাথর পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছিল। এসময় এএসআই আব্দুল হামিদের নেতৃত্বে চেকপোস্টে দুটি ট্রাক আটক করা হয়—একটিতে বালু ও অন্যটিতে পাথর বোঝাই ছিল। কাগজপত্র দেখতে চাইলে ট্রাকচালক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর সাদাপাথর পরিবহনের একটি বাসে করে ৩০-৪০ জন শ্রমিক এসে পুলিশের ওপর হামলা চালায় এবং আটক দুটি ট্রাক ছিনিয়ে নেয়।
হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন—এএসআই আব্দুল হামিদ, কনস্টেবল আজিজুর রহমান, দীপংকর হাজং, শহীদ আহমেদ ও মাসেক মিয়া। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, “আটক ট্রাকের কাগজপত্র চাইলে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদের নেতৃত্বে কয়েকজন শ্রমিক এসে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ১৫ জনের নামে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
এ রহমান

মন্তব্য করুন: