শ্রমিক নেতার বিরুদ্ধে মামলা: কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট

শ্রমিক নেতার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জে। সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে উপজেলার সকল প্রকার পণ্যবাহী ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান চলাচল বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সিলেট–কোম্পানীগঞ্জ–ভোলাগঞ্জ সড়কে থেমে আছে পণ্যবাহী শতাধিক যানবাহন। তবে স্বাভাবিকভাবে চলছে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা। সাদাপাথর পর্যটনকেন্দ্রগামী পর্যটন বাসগুলোও সচল রয়েছে। ধর্মঘটের কারণে বালু-পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী পরিবহন ব্যাহত হওয়ায় সাধারণ ব্যবসায়ী ও ঠিকাদাররা বিপাকে পড়েছেন।
এদিকে সম্প্রতি উপজেলার চেকপোস্ট এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদসহ ১৫ জনের নামে মামলা দায়ের করে পুলিশ। এর প্রতিবাদেই শ্রমিকরা এই অনির্দিষ্টকালের ধর্মঘটে যায় বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, “সব ধরনের গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশের টহল জোরদার করা হয়েছে, পাশাপাশি চেকপোস্টগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।”
এ রহমান

মন্তব্য করুন: