ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
Post Top Ad

ঘাতক আটক

ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৬/১০/২০২৫ ১৯:৪০:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরীফা আক্তার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের রমজান আলীর মেয়ে। প্রায় ১০ বছর আগে তার বিয়ে হয় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুল হেকিম মীর্জার ছেলে আক্তার হোসেনের (৪০) সঙ্গে।

দাম্পত্য জীবনে দীর্ঘদিন পারিবারিক কলহের জেরে এক বছর আগে শরীফা আক্তার তাদের সাড়ে তিন বছরের সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান এবং কাজি অফিসের মাধ্যমে স্বামীকে তালাক দেন। পরে স্ত্রী ও সন্তানকে ফেরত পেতে স্বামী আক্তার হোসেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। সোমবার সকালে সেই মামলার হাজিরা দিতে সন্তানকে নিয়ে আদালতে আসেন শরীফা। আইনজীবীর সঙ্গে পরামর্শের জন্য অপেক্ষা করার সময় সাবেক স্বামী আক্তার হোসেনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি আকস্মিকভাবে পেছন থেকে শরীফার পিঠে ছুরিকাঘাত করেন। ঘটনার পরপরই উপস্থিত জনতা ও পুলিশ তাকে ধরে ফেলে এবং আহত শরীফাকে উদ্ধার করে প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

শরীফার খালাতো ভাই বাবুল মিয়া বলেন, “প্রায় চার-পাঁচ মাস আগে শরীফা নোটিশের মাধ্যমে তালাক দেয়। এর কাগজপত্র আমাদের কাছে আছে। এখন ওই লোকটি পরিকল্পিতভাবে আমার বোনকে হত্যা করেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, “ঘাতক আক্তার হোসেনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। হামলায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে, পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad