কোম্পানীগঞ্জ সড়কে পুলিশের অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যে ও পিকআপ গাড়িসহ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তি কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব বর্ণির মৃত আম্বর আলীর ছেলে আজাদ মিয়া(৩৬)। মঙ্গলবার ৭ অক্টোবর সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সিলেট টু কোম্পানীগঞ্জ মহাসড়কের বহরের ঘাটা নামক স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ( ঢাকা মেট্রো: ন ১২-৩৪২৯) জব্দসহ মাদক কারবারি আজাদ মিয়া কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এস আই দিদারুল আলম ও এএসআই সিদ্দিক খলিফার অভিযানে ৩৮ বোতল ভারতীয় ইন্ডিয়ান হুইসকি,১৪ বোতল ভারতীয় বুটকা ও ৬৩ ফেনসিডিল ৬৩ বোতল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৩৪ হাজার টাকা।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আবদুল্লাহ আল মামুন জানান,আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
এ রহমান

মন্তব্য করুন: