তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযানে দুইজনের কারাদণ্ড, দুইজনকে জরিমানা
Post Top Ad

অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ জাল ব্যবহার

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযানে দুইজনের কারাদণ্ড, দুইজনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৭/১০/২০২৫ ২৩:১৭:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও নিষিদ্ধ জাল ব্যবহারের অভিযোগে পৃথক অভিযানে ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এর মধ্যে দুইজনকে কারাদণ্ড ও দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু এর নেতৃত্বে শান্তিপুর নদী ও মাটিয়ান হাওর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর নদীতে অনুমতি ছাড়া বালু উত্তোলন ও পাচারের সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে তাদের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. লাল মিয়া (৩০), পিতা মৃত জামাল উদ্দিন, মো. সাদির (২৫), পিতা মৃত আব্দুর রব মিয়া। দুজনই তাহিরপুর উপজেলার শান্তিপুর গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, একইদিনে উপজেলার মাটিয়ান হাওর এলাকায় নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে আরও দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন তাহিরপুর থানা পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু বলেন, “জনস্বার্থে ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন, মাছ নিধনসহ সব অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad