বিজেপির তোপের মুখে জয়া আহসান

এপার-ওপার দুই বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতা-ঢাকা দুই জায়গাতেই সমান দক্ষতায় অভিনয় করে যাচ্ছেন জয়া। ফলে দুই দেশেই তিনি অসংখ্য ভক্ত-অনুরাগীর ভালোবাসা কুড়িয়েছেন। দেশে উল্লেখযোগ্য পরিমাণ সফল সিনেমায় অভিনয়ের পর, টালিউডেও তিনি একের পর এক ছবিতে দাপটের সঙ্গে কাজ করছেন। তবে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীকে এবার হতে হলো অপমানিত।
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে জয়া আহসানকে আমন্ত্রণ করায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। রাজ্য সরকার আয়োজিত দুর্গাপূজার কার্নিভ্যালে অতিথি হিসেবে জয়া আহসান উপস্থিত হওয়ায় হিন্দুত্ববাদী দল বিজেপি বিক্ষোভ দেখায়।
রোববার (৫ অক্টোবর) পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ঘটে এমন অপ্রীতিকর ঘটনা। ইটিভি ভারতের এক প্রতিবেদন সামনে আসে এ তথ্য। স্বস্তির বিষয়, বিজেপির বিক্ষোভের মুখোমুখি হতে হয়নি জয়াকে। অভিনেত্রী ওই স্থান ত্যাগ করার পর বিক্ষোভ-মানববন্ধন শুরু করে দলটি।
জানা যায়,দুর্গাপুরের চতুর্থ বর্ষের কার্নিভ্যালের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত হন জয়া আহসান। এ মঞ্চে রবীন্দ্রসংগীত গাওয়ার পাশাপাশি, দর্শকদের সামনে নানা কথা তুলে ধরেন জয়া। এ পর্যন্ত ঠিকই ছিল। তবে জয়া মঞ্চ ত্যাগ করার পর বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিজেপির অভিযোগ, মঞ্চে বাংলাদেশি অভিনেত্রীকে আমন্ত্রণ করা দেবী দুর্গাকে অপমানের সমতুল্য। এছাড়া তাদের দাবি,রাজ্যের নিজস্ব শিল্পী ও সাংস্কৃতিক প্রতিভাকে উপেক্ষা করে বিদেশি তারকা আনা হয়েছে, যা স্থানীয় শিল্পীদের প্রতি অসম্মান প্রদর্শন করছে।
বিজেপির ওই সমর্থকরা আরও বলেন, এক বাংলাদেশি নাগরিককে দুর্গাপুরের কার্নিভ্যালে আমন্ত্রণ জানানো দায়িত্বজ্ঞানহীন ও প্রশ্নযুক্ত সিদ্ধান্ত। এমন উদ্যোগ দেশের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে হানি করছে।
দুর্ঘটনা বা বিশৃঙ্খলার আশঙ্কা এড়াতে জেলা প্রশাসন ও পুলিশ পরিস্থিতি মনিটরিং করে। তবে স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
এদিকে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে সমালোচনা ও আলোচনা অব্যাহত রয়েছে। দুর্গাপুর কার্নিভ্যালের পরবর্তী দিনগুলোতেও স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণ নিয়ে সর্তকতা এবং মতবিরোধের সম্ভাবনা রয়ে গেছে।
এ রহমান

মন্তব্য করুন: