ঐশী আসছেন শাকিব নায়িকা হয়ে
Post Top Ad

ঐশী আসছেন শাকিব নায়িকা হয়ে

প্রথম ডেস্ক

১১/১০/২০২৫ ১৮:১২:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়ে আবারও বড় পর্দায় ফিরছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। দেশপ্রেমের গল্পে নির্মিত ‘সোলজার’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করবেন অভিনেত্রী তানজিন তিশা ও ঐশী দুজনেই। শুক্রবার নির্মাতা সাকিব ফাহাদ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন এই তথ্য।


তিনি জানান, ‘সোলজার’ সিনেমায় শাকিবের বিপরীতে থাকছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী।


নির্মাতা বলেন, ‘গল্পের প্রয়োজনে অভিনয়শিল্পী নির্বাচন করা হয়েছে। তানজিন তিশা তার প্রথম সিনেমায় কাজ করছেন আমাদের সঙ্গে। এটি আমাদের জন্য আনন্দের। আর ঐশী এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন। দর্শকদের জন্য এটি হবে এক অনন্য জুটি।’


এই ছবিতে যুক্ত হয়ে ঐশীও বেশ উচ্ছ্বসিত। তিনি প্রত্যাশা করছেন, দর্শককে চমৎকার কিছু উপহার দিতে পারবেন।


২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে পা রাখেন ঐশী। এরপর তিনি কাজ করেছেন নাটক-বিজ্ঞাপনে। সর্বপ্রথম তাকে সিনেমায় দেখা যায় ২০২১ সালে। ওই বছর ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার।


ঐশীকে সর্বশেষ দেখা গেছে আবু তাওহীদ হিরণের ‘আদম’ সিনেমায়। সেখানে তার বিপরীতে ছিলেন ইয়াশ রোহান। ২০২৩ সালে মুক্তি পাওয়া সেই ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।


এরপর কিছুদিন বিরতিতে থাকলেও, ‘সোলজার’-এর মাধ্যমে আবারও ফিরছেন আলোচনায়। সেটাও শাকিব খানের নায়িকা হয়ে।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad