ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ: কামব্যাক না আফগানিস্তানের হ্যাটট্রিক?
Post Top Ad

ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ: কামব্যাক না আফগানিস্তানের হ্যাটট্রিক?

প্রথম ডেস্ক

০৮/১০/২০২৫ ১১:৩১:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

টি-টোয়েন্টি সিরিজের পর এবার ওয়ানডের মিশনে নামছে বাংলাদেশ। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে আজ।  বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় প্রথম ওয়ানডেতে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।


দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বের হচ্ছে বাংলাদেশ। গেলো ৩ মাস কেবল এই ফরম্যাটই খেলেছে ফিল সিমন্সের শিষ্যরা। টানা ১৭টা টি-টোয়েন্টি ম্যাচের পর ফিফটি ওভার গেম খেলতে নামার আগে মাইন্ডসেট-অ্যাপ্রোচেও আনতে হচ্ছে পরিবর্তন।


ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে সাইফ হাসানের অভিষেক হওয়াটা প্রায় নিশ্চিত। এশিয়া কাপে আলো ছড়ানো সাইফ এবার প্রথমবার ডাক পেয়েছেন ওয়ানডে স্কোয়াডে। সব ঠিক থাকলে তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধতে যাচ্ছেন সাইফ।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad