আজ রাতে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ
Post Top Ad

আজ রাতে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ

প্রথম ডেস্ক

২০/০৯/২০২৫ ১৬:৫৮:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মুরুর বুক সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে টি২০ ফরম্যাটের এশিয়া কাপ। অংকের জটিল সমীকরণ মিলিয়ে এশিয়া কাপ ২০২৫ আসরের সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। এক কথায় বলতে গেলে শ্রীলংকা আফগানিস্তানকে হারানোর কারণেই পরের ধাপে উঠতে পেরেছে টাইগাররা।


তাইতো বাংলাদেশকে সেরা চারে খেলার সুযোগ করে দিতে শুভাকাঙ্ক্ষী হিসেবে আবির্ভাব হয়েছিল লংকানরা। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সেই শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে সুপার ফোর পর্ব। বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘নাগিন ডার্বি’তে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।


আর এই ম্যাচ সামনে রেখে কিছুটা হলেও এগিয়ে রাখতে হয় শ্রীলংকাকে। কারণ, তারা গ্রুপ পর্বের তিন ম্যাচের সবগুলোই জিতেছে, যেখানে বাংলাদেশকেও হারিয়েছিল। অর্থাৎ লংকার এখনো টুর্নামেন্টে অপরাজিত। অন্যদিকে বাংলাদেশ উঠেছে ভাগ্যের সহায়তায়।

পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা


এছাড়া আফগানিস্তানের বিপক্ষে ১৭০ রানের লক্ষ্য তাড়ায় দুই লংকান ব্যাটার কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস যেমন আক্রমণাত্মক ব্যাট করেছেন, তাও ভয়ের কারণ বাংলাদেশের জন্য। তবে গত সাত বছরে শ্রীলংকার বিপক্ষে যেভাবে লড়াই জমিয়ে তুলেছে লাল-সবুজ জার্সিধারীরা, তাতে জয়ের সম্ভাবনা রয়েছে টাইগারদেরও।


আর সেক্ষেত্রে ব্যাট হাতে ভালো করতে হবে টপ অর্ডারদের। দায়িত্ব নিতে হবে মিডলঅর্ডারে খেলা তাওহিদ হৃদয় জাকের আলী অনিক ও শামীম হোসেনদের। বল হাতে কারিশমা দেখাতে হবে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদদের।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad