সুনামগঞ্জে বিএনপি নেতা নুরুল ইসলামের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর শোডাউন
Post Top Ad

সুনামগঞ্জে বিএনপি নেতা নুরুল ইসলামের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর শোডাউন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৯/১০/২০২৫ ১৬:৪২:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো এক বিশাল শোডাউন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সম্ভাব্য ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী নুরুল ইসলাম নুরুল-এর নেতৃত্বে হাজারো নেতাকর্মী অংশ নেন লিফলেট বিতরণ ও গণমিছিলে।

শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ট্রাফিক পয়েন্ট, মধ্যবাজার, পশ্চিমবাজার, সাহেববাড়ি ঘাট, উত্তর আরপিননগর, তেঘরিয়াসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। গণমাধ্যমকর্মীদের সামনে বক্তব্য রাখেন নুরুল ইসলাম নুরুল। তিনি বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়—এটি জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। জনগণকে সঙ্গে নিয়ে এই কর্মসূচি সফল করা হবে।”

তিনি আরও বলেন, এই ৩১ দফার মধ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, মিডিয়া কমিশন গঠন করে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, ধর্মীয় স্বাধীনতার কার্যকর নিশ্চয়তা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ দিক অন্তর্ভুক্ত আছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আকবর আলী, আতম মিছবাহ, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, মনাজ্জির হোসেন সুজন, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, সদস্য সচিব মুর্শেদ আলম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, সদস্য সচিব আব্দুর রহিম, মহিলা দলের আহ্বায়ক হাফেজা ফেরদৌস লিপন, সোহেল আহমদ, অশোক তালুকদার, ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, যুবদল নেতা কামরুল হাসান রাজু, মমিনুল হক কালারচাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সদস্য সচিব তারেক মিয়া, জেলা কৃষকদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম পলাশ, রাকিবুল ইসলাম দিলুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad