সিলেটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি
Post Top Ad

মুখোমুখি ইলিয়াসপত্নী তাহসীনা রুশদী লুনা ও হুমায়ুন কবিরের সমর্থক

সিলেটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি

প্রথম ডেস্ক

১০/১০/২০২৫ ০১:১৭:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দুই উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসীনা রুশদী লুনা ও হুমায়ুন কবির–এর সমর্থকদের মধ্যে সিলেটের বিশ্বনাথ পৌর সদরে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্বনাথ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে পৌর সদরের বাসিয়া ব্রিজের দুই পাশে ইলিয়াসপন্থী ও হুমায়ুনপন্থী কর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে থানা পুলিশ চেষ্টা চালায়, তবে সংঘর্ষ চলতে থাকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এরপর সেনা টহল দল ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতপুর ইউনিয়নে হুমায়ুন কবিরের একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে তাঁর সমর্থকরা মিছিল নিয়ে উপজেলা সদরে প্রবেশ করলে ইলিয়াসপন্থীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো পৌর এলাকায়।

সূত্র জানায়, হুমায়ুন কবির বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত নেতাকর্মীদের নিয়ে সভা-সমাবেশ করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বহিষ্কৃত এসব নেতাকর্মীদের অনেকেই অতীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আওয়ামী প্রার্থীদের পক্ষে কাজ করায় শাস্তি পেয়েছিলেন। বৃহস্পতিবারের এই সমাবেশকে কেন্দ্র করে আগের দিন থেকেই পৌরসভা এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ইলিয়াসপন্থীরা বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে পুনরায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad